Home » ৩১ দফার বার্তা নিয়ে সিরাজগঞ্জে ধানের শীষে ভোট চাচ্ছেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

৩১ দফার বার্তা নিয়ে সিরাজগঞ্জে ধানের শীষে ভোট চাচ্ছেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

0 মন্তব্য গুলি 7 জন দেখেছে 2 মিনিট পড়েছেন

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেয়ার পর এখন সাধারণ মানুষের কাছাকাছি বার্তাটি পৌছে দিতে ও ধানের শীর্ষ প্রতীক ভোট চাইতে মাঠে নেমেছেন সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামানের ছেলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। বিশেষ করে সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ৩১ দফার এ বার্তাটি পৌঁছে দিতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। এ কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকেলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে শহরের এস এস রোড ও বড়বাজারের সাধারণ পথচারী, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, রিকশা শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রায় ৫ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

নেতাকর্মীদের সাথে মির্জা মোস্তফা জামান

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা নিয়ামুল হাকিম সাজু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, শাহিন রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, সদস্য সোহেল রানা হামিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জাকির হোসেন, জাসাস নেতা আরিফুল ইসলাম, জেলা শ্রমিক নেতা হানিফ, বাবলু, মাসুদ, যুবনেতা রিপন, অলি প্রমুখ। মির্জা মোস্তফা জামান বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। এ কর্মসূচি শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা ভোটের মাঠে নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। তিনি আরো বলেন, যেভাবে জিয়াউর রহমান সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারে ভূমিকা রেখেছিলেন, সেভাবেই তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১ দফার বার্তা সিরাজগঞ্জের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচী অব্যাহতভাবে থাকবে ইনশাল্লাহ।

banner

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন