কাতারের দোহায় ইসরাইলি হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা খালিল আল-হাইয়া।
দোহা ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাস প্রতিনিধি দলের প্রধান আল-হাইয়া আল-আরাবি টেলিভিশনে রেকর্ডকৃত বার্তায় বলেন, তার পরিবারের ক্ষতি ও গাজায় নিহত হাজারো ফিলিস্তিনির মৃত্যু একই ধরনের বেদনার প্রতিফলন।
তিনি বলেন, “আজ আমরা যন্ত্রণা ও গৌরব—দুয়ের ছায়াতেই বাস করছি। আমি আমার সন্তান ও গাজায় দখলদার বাহিনীর হাতে নিহত কোনো ফিলিস্তিনি শিশুর মধ্যে কোনো পার্থক্য করি না।”
আল-হাইয়া জোর দেন, এসব ক্ষয়ক্ষতির পেছনে একমাত্র কারণ হচ্ছে দখলদার ইসরাইলের অব্যাহত অপরাধ, এবং তার ছেলেসহ নিহতদের শহিদ আখ্যা দিয়ে উল্লেখ করেন, “তাদের রক্তই মুক্তির পথ প্রশস্ত করছে।”
তিনি আরও বলেন, গাজার মানুষদের ধৈর্য ও দৃঢ়তা ফিলিস্তিনি জাতীয় ও ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। আল-হাইয়া বলেন, “আমরা ফিলিস্তিনি জাতির বৃহৎ পরিবারের অংশ—গাজার মানুষরা আজ তাদের সংগ্রাম, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে গোটা জাতিকে প্রতিনিধিত্ব করছে। এই ত্যাগ ইতিহাসে বিরল।”
তিনি ফিলিস্তিনের শতবর্ষেরও বেশি সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান যুদ্ধ সেই দীর্ঘ ঐতিহাসিক লড়াইয়েরই ধারাবাহিকতা। হামাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আল-হাইয়া বলেন, ফিলিস্তিন মুক্তি হবে “নদী থেকে সাগর পর্যন্ত”, এবং দখলদারদের গণহত্যামূলক যুদ্ধ ও পশ্চিমা সহযোগিতার মুখেও দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান জানান।
তথ্যসূত্র: আল মায়াদিন