Home » হাট বয়ড়া মাঠে ফুটবল লীগ শুরু

হাট বয়ড়া মাঠে ফুটবল লীগ শুরু

0 মন্তব্য গুলি 85 জন দেখেছে 1 মিনিট পড়েছেন


ক্রীড়া প্রতিবেদক : এ্যাডঃ মিঠুন রহমান

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী হাট বয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ প্রশাসনের সহযোগিতায় খলিশাকুড়া যুব সমাজের আয়োজনে শুরু হয়েছে ফুটবল লীগ ২০২৫। এই লীগে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

গত ১৫ আগস্ট শুক্রবার হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লীগের উদ্বোধন ঘোষণা করেন খোকশাবাড়ি ইউনিয়নের বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উদ্বোধনী খেলায় খলিশাকুড়া সেবা সংস্থা ৩-১ গোলে ইউনাইটেড ছাত্র সংসদকে পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে।

banner

ইতোমধ্যে লীগের প্রথম রাউন্ডের সাতটি খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির সদস্যরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার প্রসার এবং সামাজিক ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টির লক্ষ্যে এই ফুটবল লীগের আয়োজন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন