বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের সলংগা থানা এলাকার মহাসড়কের ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি সারমিন খাতুনকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার ভোর রাতে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩২৮ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।