বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের চাঞ্চল্যকর সাব্বির হোসেন হত্যা মামলা প্রমাণিত হওয়ায় ৭ জনের যাবজ্জীবন ও ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। তারা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলী, তার ভাই আব্দুল হামিদ ও আরশেদ আলী, আব্দুস সামাদ, কুনু ও তার ভাই ইদ্রিস আলী, সেলিম রেজা এবং বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার রাউতারা গ্রামের আব্দুর রহিমকে ২ বছর ও পোতাজিয়া গ্রামের নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলীকে ৬ মাস করে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা রোববার দুপুরে এ রায় দেন। ওই আদালতের সরকার পক্ষের আইনজীবী (এপিপি) গোলাম সরওয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাদ দিয়ে জানান, উক্ত উপজেলার পোতাজিয়া গ্রামের ওসমান গণির সাথে জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় সাব্বির হোসেনসহ ও আরো কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে সাব্বিরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়ার পথে মারা যায়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ ওই ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনের কারাদন্ড
6
পূর্ববর্তী পোস্ট