Home » সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশের এসআই নিহত

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশের এসআই নিহত

0 মন্তব্য গুলি 7 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ পৌর এলাকায় মটোর সাইকেল দূর্ঘটনায় এসআই পরিমল (৫৭) নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং তিনি পাবনার বেড়া উপজেলার পেঁচাখোলা গ্রামের অধিবাসী। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্প্রতিবার দুপুরে এসআই পরিমল  শিয়াালকোল এলাকায় যান এবং সেখান থেকে ফেরার পথে পৌর এলাকার কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনালের সন্নিকটে একটি  মিশুক সাইড দিতে গিয়ে মটোরসাইকেল দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পুলিশের মধ্যে ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন