বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শ্যামপুর নামক স্থানে সচাপায় মাদ্রাসা ছাত্র
কাওসার আলী (১৬) নিহত হয়েছে। এ কিশোর নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে
আগুন ধরিয়ে দেয়। সে ওই উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে এবং
স্থানিয় মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে ওই কিশোর বাই
সাইকেলযোগে বাজারের দিকে যা”িছল। এ সময় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক
সড়কের উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা আঁখি পরবিহন নামে
যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে কিশোর কাওসার আলী ঘটনা¯’লেই
নিহত হয় এবং বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। স্থানিয় ফায়ার
সার্ভিসের সদস্যরা ঘটনা¯’লে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ ঘটনা¯’লে
গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয় এবং কোন অভিযোগ না থাকায়
তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা
হয়েছে।
সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় ছাত্র নিহত বাসে আগুন
5