Home » সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দূর্ঘটনায় আহত বিএনপি নেতা আসাদ সরকারের (৫৫) মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছিলেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের উল্লেখিত স্থানে একটি দ্রুতগামী ট্রাকচাপায় ওই বিএনপি নেতা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার ভোরে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওই বিএনপি নেতার লাশ দুপুরে গ্রামের বাড়ি আনা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে স্থানীয়রা বলছেন, ভুঁইয়াগাঁতী ওভারব্রিজের দক্ষিণ পাশে সংযোগ সড়ক না থাকায় কয়েক মাসে সড়ক দূর্ঘটনায় অনেক নারী পুরুষ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনকে দায়ী করছেন এলাকাবাসী। তার মৃত্যুতে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন