Home » সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

0 মন্তব্য গুলি 19 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

ক্রীড়া প্রতিবেদক – এ্যাডঃ মিঠুন রহমান
দীর্ঘদিন পর ফুটবলপ্রেমী দর্শকদের জন্য জমে উঠছে ফুটবলের বড় আসর ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং। আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  বহুল প্রত্যাশিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে “সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ” বনাম “সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল একাদশ”।
জেলার ক্রীড়াঙ্গন দীর্ঘদিন ধরে বড় কোনো টুর্নামেন্ট থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে শামসুদ্দিন স্টেডিয়ামে বড় পরিসরে ফুটবল খেলা না হওয়ায় শহরের মানুষ খেলাধুলার অন্যতম বিনোদন থেকে দূরে ছিলেন। তবে এবার এই টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় থেকে শুরু করে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এই আসরে সিরাজগঞ্জ পৌরসভাসহ জেলার ৯টি উপজেলা মিলিয়ে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো—
# সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ
# সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল একাদশ
# কাজিপুর উপজেলা ফুটবল একাদশ
# রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ
# তাড়াশ উপজেলা ফুটবল একাদশ
# উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ
# শাহজাদপুর উপজেলা ফুটবল একাদশ
# বেলকুচি উপজেলা ফুটবল একাদশ
# চৌহালী উপজেলা ফুটবল একাদশ
# কামারখন্দ উপজেলা ফুটবল একাদশ

খেলাগুলো নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
প্রতিটি দলে নিজ নিজ উপজেলার ১৮ জন এবং সর্বোচ্চ ৪ জন বহিরাগত (দেশী বা বিদেশী) খেলোয়াড় নিবন্ধন করতে পারবেন। এক উপজেলার খেলোয়াড় ভিন্ন দলের হয়ে খেলতে হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার ছাড়পত্র নিতে হবে।
শুধুমাত্র সদর উপজেলা ও পৌরসভার দলে কেবল সদর উপজেলার খেলোয়াড়রা নিবন্ধিত হতে পারবে।
জেলার বিভিন্ন গ্রামগঞ্জে ছোটখাটো খেলায় হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করেছে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা। ফলে আসন্ন ডিসি গোল্ডকাপ ঘিরে পুরো জেলাজুড়ে এখন ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন