বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার ফুলজোড় নদীর উপর ফুট ব্রিজ নির্মাণ
নিমিত্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও
পৌরসভার যৌথ আয়োজনে ধানগড়া বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা
প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লা
পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ¯’ানীয় সরকার বিভাগ ¯’ানীয়
সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী,
¯’ানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার
হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার
ভূমি ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা, উপজেলা আইসিটি কর্মকর্তা
মোহায়মিনুন প্রমূখ। বক্তারা বলেন, নিজ এলাকা ঐতিহ্যবাহী রায়গঞ্জ পৌরসভার
পুরাতন ধানগড়া খেয়াঘাট সংলগ্নে ফুলজোড় নদীতে একটি ফুটব্রিজ
নির্মানের আশ্বাস প্রদান করেন। এ ব্রীজ নির্মাণ করা হলে ধানগড়া বাজার,
ব্রহ্মগাছা, পাঙ্গাসী ও উত্তরবঙ্গের মহাসড়কের আওতায় চান্দাইকোনা বাজারের
সাথে সংযোগ ¯’াপিত হবে। এ যোগাযোগ ¯’াপনে এলাকায় অর্থনীতি চাকা ও
সামাজিক ভাবে সমৃদ্ধশীল হবে। নদীর পশ্চিম পাড়ে একটি আবাসন গড়ে তোলা
হবে এবং অত্যাধুনিক ব্যবসায়ী মার্কেট নির্মাণ করা হবে। এতে করে সরকারের
রাজস্ব আদায় হবে এবং এ এলাকার মানুষ অর্থনৈতিকভাবে আরো সচল হবে। এ
সময় জেলা প্রশাসনর অনান্য কর্মকর্তা, ¯’ানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত
ছিলেন।
সিরাজগঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মান নিমিত্তে মতবিনিময়
4
পূর্ববর্তী পোস্ট