Home » কামারখন্দে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কামারখন্দে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্র আলিফ হোসেনের (১৪) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বাবু আকন্দের ছেলে ও স্থানীয় হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার দুপুরে ৩ বন্ধুর সাথে ওই পুকুরে সাঁতার শিখতে যায় স্কুলছাত্র আলিফ হোসেন। এ সময় সবার অজান্তে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন ওই পুকুরে বহু খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান পায়নি। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে। পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন