Home » সিরাজগঞ্জে নৌকায় অনৈতিক কর্মকান্ডে ৫ নারী গ্রেফতার

সিরাজগঞ্জে নৌকায় অনৈতিক কর্মকান্ডে ৫ নারী গ্রেফতার

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চলনবিল এলাকায় নৌকাতে আনন্দ ভ্রমণের নামে
রাতের অন্ধকারে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৫ নারীকে গ্রেফতার করেছে
পুলিশ। এ ঘটনায় তাদের গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে স্ব¯ি’ ফিরে এসেছে।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,
বর্ষা মৌসূম শুরু থেকেই এ উপজেলার চলনবিল ও তার শাখা বিলের বিভিন্ন ¯’ানে
নৌকায় আনন্দভ্রমণ নামে রাতের অন্ধকারে নৃত্য ও অনৈতিক কর্মকান্ড চলে
আসছিল। ¯’ানীয় এক শ্রেণির লোকজনের ছত্রছায়ায় এ কর্মকান্ডে জড়িত রয়েছে।
এ অনৈতিক কাজে ¯’ানীয়রা প্রতিবাদ করেও কাজ হয়নি। এমন অভিযোগের
প্রেক্ষিতে শনিবার রাতে চলনবিলের শাখা বিল বৃআঙ্গারু বিলে অভিযান চালিয়ে ৩
নৌকা থেকে ওই ৫ নারীকে গ্রেফতার করা হয়। এ সময় প্রায় ২০/৩০ জন যুবক
সাঁতরিয়ে বিল পার হয়ে যায় এবং ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই ৫ নারী নাটোর,
যশোর, খুলনা ও কুষ্টিয়ার বিভিন্ন ¯’ানের অধিবাসী। তারা পুলিশের কাছে স্বীকার
করেছে ¯’ানীয়রা তাদেরকে ভাড়া করে এনে নৌকায় নৃত্যসহ অনৈতিক কাজ লিপ্ত
করানো হতো এবং তাদের নির্ধারিত ভাড়ার টাকাও দেয়া হয়নি। এ ব্যাপারে
সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন