Home » সিরাজগঞ্জে দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জে দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

হাফিজিয়া মাদ্রাসা বন্ধ

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় মাদ্রসা শিক্ষক আব্দুল মোন্নাফকে (২৫) গ্রেফতার করেছ পুলিশ। তিনি ওই উপজেলার জুগ্নীদহ গ্রামের হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক এবং একই এলাকার গাড়দহ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত মাদ্রাসার আবাসিকে থাকা ২ শিক্ষার্থী শুক্রবার সকালে তারা গ্রামের বাড়ি যায় এবং রোববার সকালে তাদের অভিবাবক ওই মাদ্রাসায় যেতে বললে তারা অনীহা প্রকাশ করে। এতে অভিভাবকরা কারণ জানতে চাইলে মাদ্রাসার ওই শিক্ষক রাতে রুমে নিয়ে অনৈতিক কাজ করে বলে জানায় এবং এ কাজের কথা পরিবারের লোকজনকে বললে জবাই করার হুমকি দেয়। হুজুরের এ ভয়ে আমরা মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছি। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ওইদিন রাতে মাদ্রাসায় গিয়ে ২ শিক্ষককে মারধর করা হয়। এ মারপিটের ঘটনায় ওই শিক্ষক বিশেষ কৌশলে পালিয়ে যান। এ ব্যাপারে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ওই শিক্ষককে সোমবার রাতে উল্লাপাড়া উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় শিক্ষার্থীরা সবাই একযোগে মাদ্রাসা থেকে বাড়ি চলে যায় এবং ওই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবীতে মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন