Home » সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে নারীকে বেধড়ক পেটানোর ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে নারীকে বেধড়ক পেটানোর ভিডিও ভাইরাল

0 মন্তব্য গুলি 6 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার চর সারটিয়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে এক নারীকে পেটানো হয়েছে। সে ওই গ্রামের শাকিল তালুকদারের স্ত্রী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে শাকিলের ঘরের পুরাতন টিন পরিবর্তন করছিল। এ সময় টিনের চালা তুলতে বাধা দেয় একই গ্রামের নাঈম গং। এতে ওই নারী জান্নাতি এগিয়ে আসলে তাকে শরিরের বিভিন্ন স্থানে বেধড়কভাবে পেটানো হয়। এ সময় তার স্বজনরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। ভুক্তভোগী নারী ওইদিন রাতে বাদী হয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন