Home » সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে ২ মহল্লায় সংঘর্ষ আহত ১৩

সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে ২ মহল্লায় সংঘর্ষ আহত ১৩

0 মন্তব্য গুলি 10 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ২ মহল্লাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় মহল্লার কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌর এলাকার হোসেনপুর বটতলা ও আটাপাড়া মহল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে শুক্রবার বিকেলে উভয় মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ ভাংচুর ইটপাটকেল নিক্ষেপ বাটুল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় দোকাপাট বন্ধসহ আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। উল্লেখ্য, একই ঘটনায় ১ মাস আগে ওই ২ মহল্লাসহ ৫ মহল্লায় তুমুল সংঘর্ষ ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন