বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে দুঃস্থ অসহায় ৪০ জন নারীকে স্বাবলম্বী করতে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের অর্থায়নে তাদের এ প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণ শেষে শনিবার সকালে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনদপত্র ও সেলাই মেশিন দেয়া হয়েছে। এতে সংগঠনের সভাপতি হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোকতেল হোসেন, সাংবাদিক আমিনুল ইসলাম খান রানা, সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেন, মুরুব্বি আজাহার আলী মন্ডল, ওই সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ধানবান্ধি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী, সাবেক সাধারণ হিল্টন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমেদ, ব্যবসায়ী ও নাট্যকর্মী এসএম মুছা ও সেলাই মেশিন প্রশিক্ষক মুন্নি মাহমুদ মুন। উল্লেখ্য ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় ও গরিব নারীদের স্বাবলম্বী করতে দীর্ঘদিন ধরে সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রমসহ ধর্মীয় ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
সিরাজগঞ্জে অসহায় দুঃস্থ নারীদের প্রশিক্ষণ সেলাই মেশিন বিতরণ
ধানবান্ধি আদর্শ মানবকল্যাণ সমাজের উদ্যোগে
5
পূর্ববর্তী পোস্ট