সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একক সংঘ ক্লাব এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সংগঠনের কার্যক্রমে আমূল পরিবর্তন এনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলার ক্রীড়ানুরাগী সুধীজন, একক সংঘ ক্লাবের সাধারণ সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের অনুরোধে তিনি এ বছর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে বিগত সরকারের আমলে ক্লাবের কার্যনির্বাহী কমিটি মাঠের খেলাধুলার প্রতি তেমন গুরুত্ব দেয়নি।
ফলে দীর্ঘদিন ধরে ক্লাবটি জেলার কোনো বড় টুর্নামেন্টে অংশ নেয়নি এবং খেলোয়াড়দের খোঁজখবরও রাখা হয়নি।
তৎকালীন কমিটি শুধুমাত্র ইনডোর গেমসের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
ক্লাবের গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে দায়িত্ব গ্রহণের পর সাইদুর রহমান বাচ্চু একাধিকবার সাধারণ সদস্য, কার্যনির্বাহী কমিটি ও খেলোয়াড়দের সাথে বৈঠক করেন।
এসব আলোচনায় ক্লাবের সমস্যাগুলো চিহ্নিত করে তিনি সমাধানের উদ্যোগ নেন।
তিনি সিরাজগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত করতে নিয়মিতভাবে জেলার বিভিন্ন ক্লাব, স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখছেন। খেলাধুলার পরিবেশ তৈরিতে তিনি সর্বদা সক্রিয় ভূমিকা পালন করছেন।
শহর থেকে গ্রামাঞ্চল—যেখানেই ক্রীড়া আয়োজন হয়, সেখানেই তিনি নিজে উপস্থিত থেকে খেলোয়াড় ও দর্শকদের অনুপ্রেরণা দেন এবং আয়োজকদের সার্বিক সহযোগিতা করে থাকেন।
সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একক সংঘ ক্লাবের কার্যক্রমে নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্যের সঞ্চার হয়েছে, যা সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এ্যাডঃ মিঠুন রহমান