বিশেষ প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়াতে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের সারা বছরের বেতন সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এস এম ফেরদৌস। শুধু বেতন মওকুফই নয়, বছর শেষে পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের জন্য। গতকাল বুধবার মাদ্রাসার সুপারিনটেনডেন্টের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির এক বিশেষ সভায় গৃহীত সিদ্ধান্তের পর সভাপতি এই ঘোষণা দেন। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসে পড়ায় মনোযোগী করতে মোবাইল ব্যবহারের ফলে সময়ের অপচয় রোধে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার ও বহন সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা মা-বাবার সাথে জরুরী প্রয়োজনে মাদ্রাসার হট লাইন নম্বর থেকে বিনা খরচে কল করতে পারবেন বলেও জানানো হয়েছে। ছাত্র ছাত্রীদের মাদ্রাসায় নিয়মিত পাঠানোর ক্ষেত্রে মা-বাবা বা পরিবার প্রধানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এজন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক অভিভাবকের সাথে মোবাইল ফোনে সভাপতি যোগাযোগ স্থাপন করবেন বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মাদ্রাসার উন্নয়নের জন্য এবং উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও অবদানে উৎসাহিত করতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ দাতাদের নামের তালিকা সংরক্ষণ এবং মাদ্রাসার দৃশ্যমান স্থানে প্রদর্শনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সভাপতি এস এম ফেরদৌস হাসান জানিয়েছেন।
সভায় ম্যানেজিং কমিটির সভাপতি এসএম ফেরদৌস, সদস্য সচিব ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল মালেক, সাধারণ শিক্ষক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম এবং অভিভাবক সদস্য মোঃ শাহ আলম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি প্রফেসর মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসএম ফেরদৌস হাসান এটিএন বাংলা ও এটিএন নিউজ টিভি চ্যানেলের সিরাজগঞ্জ প্রতিনিধি এবং সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।