Home » রবির ক্যাম্পাসের নির্ধারিত স্থানে বালু উত্তোলন প্রতিবাদে বিক্ষোভ

রবির ক্যাম্পাসের নির্ধারিত স্থানে বালু উত্তোলন প্রতিবাদে বিক্ষোভ

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রদিবেদকঃ
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থানে (বুড়ি পোতাজিয়া মৌজায়) অবৈধভাবে বালু উত্তোলন করেছে একটি অসাধু চক্র। তারা রাতের অন্ধকারে অবৈধভাবে এ বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রবির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার বিকেলে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে এ বিক্ষোভ মিছিল বের করে এবং মিছিলটি শাহজাদপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। অবৈধ এই চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, রবির স্থাপন প্রকল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। অবৈধ এ বালু উত্তোলন ষড়যন্ত্রেরই অংশ। শিক্ষার্থীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, খুবই দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অসাধু চক্রের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অবহিতকরণ পত্র এবং সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি করেছেন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন