Home » মিউজিকের তালে তালে ফুটবল খেলা সিরাজগঞ্জে

মিউজিকের তালে তালে ফুটবল খেলা সিরাজগঞ্জে

0 মন্তব্য গুলি 22 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

ক্রীড়া প্রতিবেদক -এ্যাডঃ মিঠুন রহমান
সিরাজগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী এক ফুটবল ম্যাচ। গত শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) শহরের ঐতিহ্যবাহী আমলাপাড়া মাঠে বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রীতি ম্যাচে মুখোমুখি হয় যন্ত্রশিল্পী বনাম কণ্ঠশিল্পী।
হাজারো দর্শকের উপস্থিতিতে মিউজিকের তালে তালে খেলোয়াড়েরা জমজমাট প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলা উপহার দেন। খেলায় দুই দলই দুর্দান্ত লড়াই করে সমান দুটি করে গোল করে এবং ২-২ গোলে ড্র মেনে মাঠ ছাড়ে।


আয়োজকরা জানান, “যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পীরা মঞ্চে সবসময় একে অপরের পরিপূরক হয়ে দর্শকদের বিনোদন দিয়ে থাকি আমরা। কিন্তু নিজেদের জন্য আনন্দ করার সুযোগ কম মেলে। তাই এবার নিজেদের মধ্যেই এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি।”
খেলার সময় পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর দর্শকেরা উপভোগ করেছেন মিউজিক আর ফুটবলের এক ভিন্ন মেলবন্ধন।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন