Home » মহেশ ভাটের আবেগঘন স্বীকারোক্তি: পূজার সঙ্গে স্মৃতিচারণে কেঁদে ফেললেন পরিচালক

মহেশ ভাটের আবেগঘন স্বীকারোক্তি: পূজার সঙ্গে স্মৃতিচারণে কেঁদে ফেললেন পরিচালক

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:
বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট সর্বদা খোলামেলা ভাবেই কথা বলেন। সম্প্রতি তিনি আবারও আবেগ উজাড় করে দিয়েছেন। কিরণের সঙ্গে বিবাহিত জীবনে দুই সন্তান— পূজা ও রাহুল— থাকার পরও সোনি রাজদানের সঙ্গে প্রেম শুরু করেন তিনি। পরে সোনিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

নির্মাতা বলেন, “আমি আর তোমাদের সঙ্গে থাকব না। তবে এর মানে আমি তোমাদের প্রত্যাখ্যান করছি না। আমার জীবনে এক অন্য নারী রয়েছেন। কিন্তু আমি তোমাকেও ভালোবাসি। আমি তোমার মা এবং এই বাড়ির খেয়াল রাখব।”

এই স্বীকারোক্তি বলার সময় মহেশ ভাট মেয়ের সামনে আবেগে ভেঙে পড়েন। তিনি জানান, “আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারব না। কারণ তুমিই সেই সময় আমার খেয়াল রেখেছিলে। আমি ভেবেছিলাম অন্তত তুমি আমাকে খারাপ চোখে দেখছ না।”

উত্তরে পূজা ভাট বলেন, “আমি কখনও তোমাকে খারাপ চোখে দেখিনি বাবা।” সোনির সঙ্গে সম্পর্কের বিষয়ে পূজা জানান, বিয়ের পরও বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন তিনি। এমনকি সোনি নিজেও বিয়ের কিছু বছর পর পূজার কাছে ক্ষমা চেয়েছিলেন।

banner

মহেশ ভাটের এই আবেগঘন মুহূর্ত আবারও প্রমাণ করে, ব্যক্তিগত জীবনের জটিলতায়ও বাবা-মেয়ের সম্পর্কের বন্ধন কতটা শক্তিশালী হতে পারে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন