বিশেষ প্রতিনিধি:
বেলকুচি সোহাগপুর কড়িতলা এলাকার বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী ও দারুস সালাম জামে মসজিদের খাদেম আলহ্বাজ রমজান আলীর মৃত্যুতে সোহাগপুর ফার্নিচার ও টিন ব্যবসায়ীদের উদ্যোগে দারুস সালাম জামে মসজিদে বাদ জুমা এক শোক ও স্মরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে মসজিদের দুইটি ফ্লোরেই বিপুল পরিমাণ মসুল্লি ও ব্যবসায়ীরা স্বতস্ফুর্তভাবে ভাবে অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিলে মরহুমে স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর এবং বেলকুচি-চৌহালী আসনের নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহ্বাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম ।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিন শতাধীক ব্যবসায়ী ও মুসুল্লী স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।