আব্দুল আলিম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তিকারী রাখাল রাহা’র বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রণয়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেলকুচির উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম ধর্ম অবমাননা কারী নাস্তি*কদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বেলকুচি উপজেলায় শুক্রবার জুম্মার নামাজ শেষে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় এর মাঠে বেলকুচির নাগগাতী গ্রামের নাস্তিক শাকিল-এর শাস্তি দাবি করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলার তামাই কবরস্থান মাদ্রাসার শাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বিভিন্ন বক্তারা বলেন, আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্তহাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও তার রাসুলকে নিয়ে কটুক্তি মূলক মন্তব্য করেছে রাখাল রাহা। আমরা তাকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
বক্তারা আরও বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না।
সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
বেলকুচির উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম ধর্ম অবমাননা কারী নাস্তি*কদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে ।