বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হিউম্যান রাইটস এ্যান্ড পীস ফর বাংলাদেশ”(HRPB) সিরাজগঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক এ্যাডঃ শহীদুল ইসলাম সরকার বুধবার অপরাহ্নে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিতে “বেলকুচি প্রেসক্লাবের” নামে ইস্যুকৃত মাসব্যাপী সেই আনন্দ মেলা’র অনুমোদন অবিলম্বে বাতিলের (মেলা বন্ধ) দাবি জানানো হয়েছে।
এ স্মারকলিপিতে এলাকার জনস্বার্থে এই মর্মে উল্লেখ করা হয়েছে, চলমান পরিস্থিতিতে তাঁত সমৃদ্ধ বেলকুচি এলাকায় মাস ব্যাপী মেলা মেনে নিচ্ছে না কেউ? এজন্য এ্যাডঃ শহীদুল ইসলাম সরকার স্বাক্ষরিত দাবিতে বলা হয়, “যে জায়গায় মাসব্যাপী আনন্দ মেলায়” অনুমোদন দেয়া হয়েছে সেটি বেলকুচি পৌর এলাকার অত্যান্ত ঘনবসতিপূর্ণ এলাকা। আলহাজ্ব ছিদ্দিক হাই স্কুল, বেলকুচি মডেল কলেজ, আইডিয়াল কিন্ডার গার্টেন, ৪/৫টি মসজিদ, জিধুরী গাড়ামাসী জে,এস বালিকা উচ্চ বিদ্যালয়, জিধুরী হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা, বেলকুচি উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের স্টাফ কোয়ার্টার এবং প্রত্যয় শিক্ষা একাডেমীসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া হিন্দু সম্প্রদায়ের একাধিক মন্দির রয়েছে। বিশেষ করে এ উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠান বাদেও ইসলামী মনোভাবের লোকজনের সংখ্যাও অস্বাভাবিক। এতে আলেম সমাজের মধ্যে এই মেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ মেলা ঘিরে চাপা উত্তেজনার মধ্য দিয়ে যেকোন সময় সংঘর্ষের আশংকা করছে সংশ্লিষ্টরা।
স্মারকলিপি প্রদানকারী একজন সিনিয়র সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মী এ্যাডঃ শহীদুল ইসলাম সরকার-এ প্রতিনিধিকে বলেন, “মেলা আয়োজনের ব্যাপারে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক এ বিষয়ে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে কোন মিটিং আহ্বান করেন নাই। সাইদুর রহমান, রেজাউল করিম গং অনৈতিকভাবে আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসন কে ভুল তথ্য প্রদান করিয়া এ বিতর্কিত “আনন্দ মেলার” অনুমোদন হাসিল করেছেন।
পরিবেশবাদী, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মী এবং বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আগামী এক সপ্তাহের মধ্যে বেলকুচি প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ বিতর্কিত কমিটি বাতিল করে একটি আহ্বায়ক কমিটি গঠন করে, গঠনতন্ত্র প্রণয়ন করে বেলকুচি’র সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। এক্ষেত্রে উল্লেখ করা যায় যে, বেলকুচি প্রেসক্লাবের কতিপয় কর্মকর্তা স্বার্থজনিত কারণে এই মাস ব্যাপী মেলায় জড়িত রয়েছেন মর্মে বিশিষ্টজনেরা অভিমত করেছেন।