বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরলক্ষিপুর গ্রাম থেকে গৃহবধূ আশামণির (২২) লাশ
উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আজাদুর ইসলামের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের
জন্য ২ জনকে আটক করা হয়েছে। বেলকুচি থানার এসআই আইনুল এ তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, প্রায় ৪ বছর আগে কান্দাপাড়া ধুনদিয়ার গ্রামের আব্দুস
সামাদের মেয়ে আশামণিকে বিয়ে করে ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে আজাদুর ইসলাম।
এ বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য জীবন নিয়ে অসন্তোষ চলে আসছিল এবং মাঝে
মধ্যেই তাদের মধ্যে ঝগড়াঝাটিও হতো। বুধবার সকালে শ্বশুরের ঘরে ওই গৃহবধূর লাশ পড়ে
থাকতে দেখে প্রতিবেশীরা এবং এ ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়।
দুপুরে পুলিশ ঘটনা¯’লে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে
প্রেরণ করা হয়। নিহতের মুখমন্ডলে কিছু আঘাতের চিহৃ রয়েছে। তবে ময়নাতদন্তের
রিপোর্ট প্রকৃত ঘটনার কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বেলকুচিতে গৃহবধূর লাশ উদ্ধার ২ জন আটক, স্বামী পলাতক
2
পূর্ববর্তী পোস্ট