Home » বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার সব বাধা দূর হলো আপিল বিভাগের রায়ে

বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার সব বাধা দূর হলো আপিল বিভাগের রায়ে

0 মন্তব্য গুলি 17 জন দেখেছে 0 মিনিট পড়েছেন

একটি জনস্বার্থ মামলা (Public Interest Litigation) ৯ জন আইনজীবীর পক্ষে হাইকোর্ট বিভাগে দায়ের করা হয়েছিল সংবিধানের ১৬তম সংশোধনী (The Constitution 16th Amendment) আইন, ২০১৪ (Act No. 13 of 2014) চ্যালেঞ্জ করে। আদালত এই আইনকে সংবিধানের পরিপন্থী ঘোষণা করে এবং পক্ষগুলোর শুনানি শেষে বিষয়টি চূড়ান্ত করা হয় ও সংবিধানের ১০৩(২) (ক) অনুচ্ছেদ অনুযায়ী একটি সার্টিফিকেট জারি করা হয়।

মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন