কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। তীব্র স্রোতে ভয়ংকর হয়ে উঠেছে শান্ত নদী তিস্তা। উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারীর নিম্নাঞ্চলের মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যেই পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে জেলার ডালিয়া পয়েন্টে ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে।
এ অবস্থায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট। এলাকাজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বুধবারে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২০ সেন্টিমিটার যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। এর তিন ঘণ্টা আগে এই প্রবাহ ছিল আরও তীব্র যা ছিল ৫২ দশমিক ২২ সেন্টিমিটার, অর্থাৎ বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। অবিরাম পানির চাপ সামলাতে ডালিয়া পয়েন্টে ৪৪টি স্লুইসগেট ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, পানি কিছুটা কমলেও পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গেইট খোলা রাখা হবে।
আরেক দফা বর্ষণ বা উজানের ঢল নামলে নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা নিয়েই এখন দিন পার করছেন স্থানীয়রা।
সূত্রঃ এটিএন বাংলা