Home » প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে তামিলনাড়ু পুলিশ। তার আয়োজিত রাজনৈতিক সমাবেশে প্রাণহানির ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রবিবার ভারতীয় বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, বিজয় থালাপতি ও তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)–এর সাধারণ সম্পাদক এন আনন্দসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ করা হয়েছে, টিভিকে পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং নিয়ম-নীতি উপেক্ষা করেছে।

banner

পুলিশের ভাষ্য অনুযায়ী, ‘‘টিভিকে প্রথমে ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল। কিন্তু সমাবেশে উপস্থিত জনসমাগম অনুমোদনের দ্বিগুণেরও বেশি ছিল।’’

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজয়ের দল টিভিকে আয়োজিত নির্বাচনী জনসভায় ভয়াবহ পদদলিতের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে হুমকি দিয়ে আলোচনায় আসেন বিজয় থালাপতি।

ঘটনার পর এক বিবৃতিতে বিজয় জানিয়েছেন, নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা) এবং আহতদের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এই মর্মান্তিক ঘটনার পর অভিনয়ের নায়ক বিজয় রাজনীতির ময়দানে সমালোচনার মুখে ‘খলনায়ক’ বনে গেছেন বলে মন্তব্য করছেন অনেকেই।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন