Home » পুলিশের টহল জোরদার

পুলিশের টহল জোরদার

ঐতিহ্যবাহী চলনবিলে নৌভ্রমণের আড়ালে চলছে অনৈতিক কর্মকান্ড

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চলনবিলে বর্ষা মৌসূমে নৌ ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠেছে।
আর এ নৌ ভ্রমণের আড়ালে চলছে অশ্নীল নৃত্য ও অনৈতিক কর্মকান্ড। এমন কর্মকান্ডে
সংশ্লিষ্ট প্রশাসন নজর দি”েছ না। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় ওই
বিলের বিভিন্ন ¯’ানে এবারো বর্ষা মৌসুমে প্রতিদিনই অনেক বাহারি নৌকায়
বাদ্যযন্ত্র ও সাউন্ডবক্স নিয়ে নৌ ভ্রমণে আসছে নানা বয়সী মানুষ। এ নৌকা ভ্রমণের
আড়ালে চলছে অশ্লীল নৃত্য ও অনৈতিক কর্মকান্ড। বিশেষ করে তাড়াশ, উল্লাপাড়া ও
শাহজাদপুর উপজেলার চলনবিলের শাখা বিলগুলোতেও এ নৌভ্রমণ বেশি জনপ্রিয় হয়ে
উঠেছে। এতে বিলপাড়ের মানুষের মধ্যে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি
বিনোদন পরিবেশও নষ্ট হ”েছ। ¯’ানীয়রা বলছেন, চলনবিলের বিভিন্ন ¯’ানে পালা গানের
নামে দিনে রাতে নৌকার মঞ্চে পরিবেশিত হ”েছ এসব অশালীন নাচ ও অনৈতিক
কর্মকান্ড। এক শ্রেণির লোকজনের আয়োজনে নৌকা ভ্রমনে বিভিন্ন ¯’ান থেকে আনা
নর্তকীদের আনা হয়ে থাকে এবং নৌকা ভ্রমণের আড়ালে মাদক সেবনও করা হয়ে থাকে।
এমনকি বিল এলাকার কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় এসব কর্মকান্ড চলছে। কেউ
প্রতিবাদ করতেও সাহস পা”েছ না। এ বিষয়ে উল্লাপাড়া ও তাড়াশ থানার কর্মকর্তারা
বলছেন, বর্ষা মৌসূমে চলনবিলে এবারো নৌকা ভ্রমণ করে থাকে বিভিন্ন অঞ্চলের নানা
বয়সী লোকজন। এছাড়া বিলাঞ্চলের বিভিন্ন ¯’ানে পুলিশের টহলের ব্যব¯’া নেয়া হয়েছে।
তবে নৌকায় অশ্নীল নৃত্য ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ পেলে আইনগত ব্যব¯’া
নেয়া হবে বলে উল্লেখ করেন তারা ।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন