স্টাফ রিপোর্টার:
সাভারের আমিনবাজার ইউনিয়নের মরিচারটেক এলাকায় উত্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে মার্কেট নির্মাণের পর ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। মাঠ দখল করে মার্কেট ও গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরি করায় শিশু শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তাই অবিলম্বে এ মার্কেট উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।
এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আবেদন করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে একটি সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু প্রশাসন চলে যাওয়ার পর দখলসংক্রান্ত নোটিশটি ভেঙে ফেলে দখলদাররা।
সরেজমিনে আমাদের প্রতিনিধি দেখতে পান যে, আমিনবাজার-মরিচারটেক সড়কের পূর্ব দিকে বিদ্যালয় এবং পশ্চিম দিকে খেলার মাঠটি অবস্থিত। ওই খেলার মাঠের একাংশে চারটি দোকান নির্মাণ করা হয়েছে এবং বাকি অংশে দেয়ালে জানাজার মাঠ লেখা থাকলেও গাড়ি পার্ক করে জায়গাটি দখল করে নেওয়া হয়েছে।
দখলদারদের এহেন কর্মকান্ড পৌর এলাকার উন্মুক্ত স্থান, খেলার মাঠ, পার্ক, উদ্যান রক্ষণা-বেক্ষন সংক্রান্ত সুনির্দিষ্ট আইনের পরিপন্থী এবং পরিবেশ আইনেরও লঙ্ঘন বটে বলে জানায় পরিবেশকর্মীরা।