ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের ঐতিহ্যবাহী নান্দিনা মধু মাঠে পুলিশ প্রশাসনের সহযোগিতায় নান্দিনা মধু গ্রামের যুব সমাজের আয়োজনে শুরু হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে।এ উদ্বোধনী ম্যাচ থেকেই হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠে ছিলো উৎসবমুখর পরিবেশ। উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে চারটি দল সেমিফাইনালে ওঠে—চাচা ভাতিজা ফুটবল একাদশ, রোহান টাইলস এন্ড স্যানেটারী ফুটবল একাদশ, হাবিব–হামিম ফুটবল একাদশ, এসএসসি ব্যাচ ২০১২–১৩ ফুটবল একাদশ গত ১৫ আগস্ট অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রোহান টাইলস এন্ড স্যানেটারী ফুটবল একাদশ ১-০ গোলে পরাজিত করে চাচা ভাতিজা ফুটবল একাদশকে। অন্যদিকে, ১৭ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে এসএসসি ব্যাচ ২০১২–১৩ ফুটবল একাদশ ট্রাইবেকারে হারায় হাবিব–হামিম ফুটবল একাদশকে।
এ আনন্দঘন পরিবেশে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করছেন এলাকার হাজার হাজার নারী-পুরুষ। আগামী ২৯ আগস্ট ২০২৫ তারিখে ফাইনালে মুখোমুখি হবে এবং রোহান টাইলস এন্ড স্যানেটারী ফুটবল একাদশ বনাম এসএসসি ব্যাচ ২০১২–১৩ ফুটবল একাদশ।
উল্লেখ্য, আয়োজকরা জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সবাইকে ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ রইল।