Home » দেবিদ্বারে সাংবাদিকদের ওপর হামলা, মামলা দায়ের

দেবিদ্বারে সাংবাদিকদের ওপর হামলা, মামলা দায়ের

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক :
কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) গ্রামের দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সাংবাদিক সোহরাব হোসেনের বসতবাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি প্রায় এক মাস আগে পাকা দেয়াল তুলে বন্ধ করে দেন প্রতিবেশী শাহজাহান ও তার লোকজন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ৮ সাংবাদিক সংবাদ সংগ্রহে যান।

তারা উটখাড়ার হাকিম মিয়ার চায়ের দোকানে বসে খোঁজখবর নিচ্ছিলেন। এসময় শাহজাহান (৫০)-এর নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী সাংবাদিকদের ওপর হামলা চালায়। সাংবাদিকরা কারণ জানতে চাইলে কোনো জবাব না দিয়ে তাদের বেধড়ক মারধর করে এবং মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

banner

হামলায় গুরুতর আহত হন দৈনিক দিনকাল প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেসার উদ্দিন, দৈনিক ডাক প্রতিদিন প্রতিনিধি মো. আনোয়ার হোসেন এবং দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি সোহরাব হোসেন। তাদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া এ ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেনের মাথা ফাটে, মা নার্গিস বেগম ও স্ত্রী বৃষ্টি আক্তারকে পিটিয়ে আহত করা হয় এবং ছোট বোন রুমি আক্তারের হাত ভেঙে যায়।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন