Home » দীর্ঘদিন প্যারাসিটামল খাওয়া উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে

দীর্ঘদিন প্যারাসিটামল খাওয়া উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে

0 মন্তব্য গুলি 4 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

সংবাদ সংক্ষেপ:
অনেকের মধ্যে সাধারণ মাথাব্যথা বা জ্বর হলে প্যারাসিটামল খাওয়ার অভ্যাস রয়েছে। তবে একটি গবেষণায় দেখা গেছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, দীর্ঘদিন প্যারাসিটামল খাওয়া তাদের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সার্কুলেশন জার্নালে প্রকাশিত গবেষণায় ১১০ স্বেচ্ছাসেবীর ওপর দুই সপ্তাহ ধরে প্রতিদিন ৪টি করে (১ গ্রাম) প্যারাসিটামল দেওয়া হয়। ট্রায়ালে দেখা গেছে, কিছু স্বেচ্ছাসেবীর রক্তচাপে ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ বৃদ্ধি দেখা গেছে।

লন্ডনের সেইন্ট জর্জেস ইউনিভার্সিটির ফার্মাকোলজি ও থেরাপিউটিকসের শিক্ষক ড. দিপেন্দর গিল বলেন, দীর্ঘদিন প্যারাসিটামল ব্যবহারের ফলে রক্তচাপ বাড়ার সমস্যা স্থায়ী হয় কি না তা এখনও নিশ্চিত নয়। এছাড়া হৃদরোগের ঝুঁকি কতটা বাড়ে, তাও এখনও স্পষ্ট নয়।

গবেষকরা পরামর্শ দিয়েছেন, যারা দীর্ঘদিন প্যারাসিটামল ব্যবহার করছেন তাদের চিকিৎসকের সঙ্গে স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো আলোচনা করা উচিত। তবে স্বল্পসময়ের জন্য মাথাব্যথা বা জ্বর কমাতে প্যারাসিটামল নেওয়া এখনও নিরাপদ বলে মনে করা হচ্ছে।

banner

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন