আমাদের সমাজ ও রাষ্ট্রের ভিত্তি গড়ে ওঠে তৃণমূলের ওপর। গ্রাম, জনপদ, পাড়া-মহল্লার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সংগ্রামই হলো জাতির শক্তি। অথচ প্রায়ই দেখা যায়, মূলধারার সংবাদমাধ্যমে তাদের কথা প্রাপ্য গুরুত্ব পায় না।
এই শূন্যতা পূরণেই তৃণমূল সংবাদপত্র। এখানে অগ্রাধিকার পায় স্থানীয় সমস্যা, উন্নয়নের খুঁটিনাটি, তরুণদের সাফল্য কিংবা মাঠের খেলাধুলা। আমরা বিশ্বাস করি—প্রতিটি ছোট সংবাদই বড় পরিবর্তনের বীজ বহন করে।
তৃণমূলের মানুষ নিজের কণ্ঠে কথা বলুক, তাদের অভিজ্ঞতা ও বাস্তবতা সমাজের সামনে আসুক—এই আমাদের লক্ষ্য। আমরা চাই, স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক চেতনা গড়ে উঠুক প্রতিটি পাঠকের ভেতরে।
কারণ একটি শক্তিশালী সমাজ গড়তে হলে শেকড়কে শক্তিশালী করতে হবে। আর সেই শেকড়ই হলো তৃণমূল।