গ্রামীণ সমাজই বাংলাদেশের প্রাণশক্তি। এ দেশের অধিকাংশ মানুষ আজও গ্রামে বসবাস করে, গ্রামেই তাদের জীবন-সংগ্রাম, স্বপ্ন ও অর্জনের গল্প লেখা হয়। কিন্তু দুঃখজনকভাবে সেই গ্রামীণ বাস্তবতা, সাধারণ মানুষের সুখ-দুঃখ, তাদের সমস্যার কথা জাতীয় পর্যায়ের গণমাধ্যমে খুব একটা প্রতিফলিত হয় না। এই শূন্যতা পূরণের জন্য তৃণমূল সংবাদপত্রের ভূমিকা অপরিসীম।
তৃণমূল সংবাদপত্র কেবল একটি কাগজ নয়, এটি হলো সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। এখানে কৃষকের গল্প, শ্রমিকের কষ্ট, যুবসমাজের স্বপ্ন, নারীর সংগ্রাম কিংবা শিক্ষার্থীর প্রত্যাশা—সবকিছুরই প্রতিচ্ছবি দেখা যায়। আমরা বিশ্বাস করি, উন্নয়নের প্রকৃত চিত্র তখনই উদ্ভাসিত হবে যখন শহরের মতো গ্রামের কথাও সমান গুরুত্ব পাবে।
আজকের যুগে তথ্যের অবাধ প্রবাহ থাকলেও প্রান্তিক মানুষের সত্যিকার কণ্ঠ শোনা যায় না। অনেক সময় তাদের সমস্যা আড়ালে থেকে যায়, সমাধানও অগ্রাধিকার পায় না। তাই আমাদের দায়িত্ব হলো প্রতিটি মানুষের কথা তুলে ধরা, প্রশাসন ও সমাজের দৃষ্টি আকর্ষণ করা এবং ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করা।
তৃণমূল সংবাদপত্র সর্বদা নিরপেক্ষতা, সত্যনিষ্ঠা ও মানবিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা চাই পাঠকের আস্থা অর্জন করে সমাজ গঠনের সহযাত্রী হতে। আমাদের বিশ্বাস—তৃণমূলের শক্তিই জাতির শক্তি।