Home » তৃণমূল সংবাদপত্র

তৃণমূল সংবাদপত্র

0 মন্তব্য গুলি 3 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে জনগণের প্রত্যাশা সব সময়ই ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন। কিন্তু বাস্তবে দেখা যায়, জনগণের সেই প্রত্যাশা আজও পূর্ণতা পায়নি। তৃণমূলের মানুষের প্রকৃত কণ্ঠস্বর প্রায়ই উপেক্ষিত হয়। শহরকেন্দ্রিক উন্নয়ন, ক্ষমতার কেন্দ্রাভিমুখতা ও স্বার্থসর্বস্ব রাজনীতির ফলে গ্রামীণ সমাজের চাহিদা থেকে রাষ্ট্র বারবার বিচ্যুত হচ্ছে।

তৃণমূল মানে কেবল ভোটের সময়ের মানুষ নয়, তারা হলো জাতির আসল চালিকাশক্তি। কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ক্ষেতমজুর— এদের ঘামের বিনিময়ে অর্থনীতি সচল থাকে। অথচ উন্নয়নের সুফল ভোগ করে অন্য কেউ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এখনও সীমাহীন বৈষম্য বিদ্যমান।

তৃণমূল সংবাদপত্রের দায়িত্ব হলো এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলা, মানুষের ন্যায্য অধিকার তুলে ধরা এবং প্রশাসন ও নেতৃত্বকে স্মরণ করিয়ে দেওয়া যে উন্নয়নের আসল মাপকাঠি হলো গ্রামের সাধারণ মানুষের জীবনের মানোন্নয়ন। সত্য ও সাহসী সাংবাদিকতা তখনই সফল হবে, যখন তা অশ্রুত কণ্ঠকে উচ্চারণ করবে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন