বিশেষ প্রতিবেদকঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মিলনায়তনে বুধবার বিকেলে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, তারেক রহমান জনগণের নেতা, তাকে ছাড়া গণতন্ত্রের মুক্তি কল্পনাতীত। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি, জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে ঐক্যবদ্ধ থাকব। গণতন্ত্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথ ছাড়ব না। দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম। এ অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের কারামুক্তি দিবসে সিরাজগঞ্জে বিএনপির আলোচনা সভা
7
পূর্ববর্তী পোস্ট