সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শুভ উদ্বোধন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সিরাজগঞ্জ জেলা বনাম শেরপুর জেলা ফুটবল একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের মাননীয় জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়, বিএনপি জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জামায়াতে ইসলামী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভি.পি. শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান হিলটন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে, সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয় সিরাজগঞ্জ জেলা দল। প্রথমার্ধে ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় উজ্জ্বল ও ৭ নম্বর জার্সিধারী মোতালেব একটি করে গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ১৭ নম্বর জার্সিধারী শিশির আরেকটি গোল যোগ করলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সিরাজগঞ্জ। শেরপুর জেলার খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোলরক্ষক মিলন কাশেমের অসাধারণ সেভে ব্যর্থ হয় প্রতিপক্ষ।
টেকনিক্যাল কমিটি সিরাজগঞ্জ দলের পায়েলকে ম্যাচসেরা খেলোয়াড় ঘোষণা করে। খেলাটি পরিচালনা করেন রেফারি মোঃ আবু নাছর। সহকারী রেফারি ছিলেন ইলিয়াস হোসেন, আশরাফুল ইসলাম ও হিমেল মিয়া। আর ধারাভাষ্যে দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন আব্দুল্লাহ আল মাহমুদ।