Home » তারুণ্য উৎসবে দাবা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

তারুণ্য উৎসবে দাবা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

0 মন্তব্য গুলি 8 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

ক্রীড়া প্রতিবেদক- এ্যাড: মিঠুন রহমান

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে একদিনব্যাপী অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের হলরুমে “তারুণ্যের উৎসব” উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন বালক ও ১৮ জন বালিকা—মোট ৪৪ জন অংশ নেয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বালক বিভাগে ভিক্টোরিয়া হাই স্কুলের ইশতিয়াক আহমেদ জিসান প্রথম, একই প্রতিষ্ঠানের যুবরাজ মালাকার দ্বিতীয় এবং পাইকপাড়া মডেল হাই স্কুলের মো. জাকারিয়া হোসেন তৃতীয় স্থান অর্জন করে। বালিকা বিভাগে হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের উমা রাণী সূত্রধর প্রথম, রিয়া রাণী সূত্রধর দ্বিতীয় এবং ভিক্টোরিয়া হাই স্কুলের নাদিয়া জান্নাত তৃতীয় হয়।

banner

প্রতিযোগিতা পরিচালনা করেন হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রাশেদুল হাসান ও কাওছার আহমেদ।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান এবং ছাত্র প্রতিনিধি সজীব।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন