Home » তফসিলের আগেই সরকার ছাড়ব: আসিফ মাহমুদ

তফসিলের আগেই সরকার ছাড়ব: আসিফ মাহমুদ

0 মন্তব্য গুলি 5 জন দেখেছে 2 মিনিট পড়েছেন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে, এমন কারও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।’
গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে টক শোতে তিনি এ কথা জানান।
পদত্যাগের পরে রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা স্পষ্ট করেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার বিষয়েও স্পষ্ট করেননি তিনি।
কুমিল্লার মুরাদনগরে মবের মাধ্যমে হত্যাকাণ্ড, শিক্ষক নিপীড়ন, চাঁদাবাজি- এসব ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ আছে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় আছে। টক শোতে খালেদ মুহিউদ্দীন বিষয়টি নিয়ে আসিফের দৃষ্টি আকর্ষণ করলে এগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষের ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার

প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
আসিফ মাহমুদ জানান, কেউ কেউ মনে করছেন, তিনি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। এটা ঠিক নয়।
আসিফ মাহমুদ বলেন, ‘আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই। সে ক্ষেত্রে স্থানীয় স্তরে গিয়ে নির্বাচন করা, রাজনীতি করা সুবিধাজনক হবে না। জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান।’ পতাকাবাহী গাড়ি নয়, ক্ষমতার মোহ নয় বরং জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে সোচ্চার থাকা নিশ্চিত করতেই সরকারে আছেন, এমন দাবিও করেন আসিফ মাহমুদ।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এখনো কিছু কাজ বাকি আছে। বড় মাইলফলক জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব হলো। এখনো জুলাই সনদ বাকি আছে। স্থানীয় সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয় আছে। এসব দায়িত্ব শেষ করে যেতে না পারলে ঐতিহাসিক দায় থেকে যাবে।
অন্তর্বর্তী সরকারের সময় নানা দিকে নানা শক্তি সক্রিয় ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার তোড়জোড় করছে। এই দলটিকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনতে চায় তারা। আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো, তাঁদেরও জাতীয় পার্টির (জাপা) হয়ে নির্বাচনে নিয়ে আসার পাঁয়তারা চলছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন