সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুক্রবার (১২ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দারুণ জয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ। প্রতিপক্ষ তাড়াশ উপজেলা ফুটবল একাদশকে তারা ৩-১ গোলে পরাজিত করে।
ম্যাচের প্রথমার্ধে উভয় দল গোলশূন্য থেকে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই তাড়াশের জামিল গোল করে দলকে এগিয়ে দেন। তবে বেশি সময় আনন্দে থাকতে পারেনি তাড়াশ দল। পরিবর্তিত খেলোয়াড় দুর্জয় লাল গোল করে পৌরসভাকে সমতায় ফেরান। এরপর বিদেশি খেলোয়াড় সোলেমান চিল্লার দারুণ এক গোল পৌরসভাকে ২-১ এ এগিয়ে দেয়। খেলার শেষ মুহূর্তে বহিরাগত খেলোয়াড় আব্দুল হালিম আরেকটি গোল করে পৌরসভার জয় নিশ্চিত করেন।
চমৎকার পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর জার্সিধারী মাহিন। ম্যাচটি পরিচালনা করেন টাঙ্গাইলের রেফারি মোঃ লিটন শেখ। সহকারী রেফারি ছিলেন এস এম রনি, রুবায়েত হাসান ও হাফিজুল ইসলাম।
টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির দায়িত্ব পালন করছেন সাবেক কৃতি ফুটবলার ফরিদুজ্জামান স্ট্যালিন, হেদায়েতুল ইসলাম ফ্রুট (ক্রীড়া সম্পাদক, জেলা বিএনপি সিরাজগঞ্জ) ও মাহমুদুল হাসান খোকন। প্রতিটি খেলায় ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন দিনাজপুরের মোঃ খোরশেদ রায়হান এবং সিরাজগঞ্জের আব্দুল্লাহ আল মাহমুদ।
আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ ও রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পুরো ম্যাচে মাঠ ছিল সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরিপূর্ণ। ইতোমধ্যেই এ টুর্নামেন্ট সিরাজগঞ্জের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।