Home » ডিসি গোল্ডকাপে সিরাজগঞ্জ পৌরসভার দুর্দান্ত জয়

ডিসি গোল্ডকাপে সিরাজগঞ্জ পৌরসভার দুর্দান্ত জয়

0 মন্তব্য গুলি 7 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

ক্রীড়া প্রতিনিধি:এ্যাড. মিঠুন রহমান
সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুক্রবার (৭ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৫ম খেলায় দুর্দান্ত জয় পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে তারা ১-০ গোলে শাহজাদপুর উপজেলা একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করে।

ম্যাচের প্রথম থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি জমিয়ে তোলে। তবে গোলের দেখা মেলে দ্বিতীয়ার্ধে। সিরাজগঞ্জ পৌরসভার হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন বিদেশি খেলোয়াড় পেট্রীক। গোলরক্ষক ও অধিনায়ক আবুল কাশেমের দুর্দান্ত পারফরম্যান্সে বারবার বঞ্চিত হয় প্রতিপক্ষ। তার অসাধারণ সেভের কারণে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি তাকে ম্যাচসেরা নির্বাচিত করে।

খেলা পরিচালনা করেন ফিফার তৃণমূল ফুটবল কোচ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সনদপ্রাপ্ত রেফারি রেজাউল করিম খোকন। সহকারী রেফারি ছিলেন ফরিদুল ইসলাম ও আবু হানিফ। ধারাভাষ্য দেন দিনাজপুরের মো. খোরশেদ রায়হান এবং সিরাজগঞ্জের আব্দুল্লাহ আল মাহমুদ।

banner

জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্ট ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন