সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দারুণ জয় পেয়ে ফাইনালে উঠেছে উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ। প্রতিপক্ষ রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে তারা এ সাফল্য অর্জন করে।
ম্যাচের শুরুতেই রায়গঞ্জের বহিরাগত খেলোয়াড় আহাদ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় উল্লাপাড়ার মেসিখ্যাত খেলোয়াড় জুবায়ের গোল করে সমতা ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধে উল্লাপাড়ার খেলোয়াড় নীরব জয়সূচক গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন এবং ফাইনালে জায়গা নিশ্চিত করেন।
চমৎকার পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন উল্লাপাড়ার ৭ নম্বর জার্সিধারী জুবায়ের। ম্যাচটি পরিচালনা করেন বগুড়ার রেফারি মোঃ কারিমুল কবির রাকিব। সহকারী রেফারি ছিলেন আবু রায়হান, আব্দুল মমিন জুয়েল ও আবু হানিফ।
টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির দায়িত্বে রয়েছেন সাবেক কৃতি ফুটবলার ফরিদুজ্জামান স্ট্যালিন, হেদায়েতুল ইসলাম ফ্রুট (ক্রীড়া সম্পাদক, জেলা বিএনপি সিরাজগঞ্জ) ও মাহমুদুল হাসান খোকন। প্রতিটি খেলায় ধারাভাষ্যে দর্শকদের মাতিয়ে রাখেন দিনাজপুরের মোঃ খোরশেদ রায়হান এবং সিরাজগঞ্জের আব্দুল্লাহ আল মাহমুদ।
আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনালে মুখোমুখি হবে উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ ও সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ।
জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সার্বিক তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পুরো ম্যাচ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। ফাইনালকে ঘিরে ইতোমধ্যেই হাজারো দর্শক ও ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।