Table of Contents
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেয়ার সুযোগ পাবেন।
দীর্ঘ সাড়ে ছয় বছর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মাঝে দেখা গিয়েছে উৎসাহ ও উদ্দীপনা। সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে মরিয়া শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী মাহবুবুল আলম শামীম সময় সংবাদকে বলেন, ‘ডাকসু নির্বাচনের সাক্ষী হতে পেরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। অনেক বড় ইভেন্ট। একটা উৎসবের আমেজ পাচ্ছি।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল বলেন, ‘অনেকদিন পর ডাকসু এলো। কে জিতবে, কে হারবে সেটা নিয়ে বেশ একটা উত্তেজনা করছে। সুষ্ঠু ভোট হোক এটাই চাওয়া।’
৮ কেন্দ্রের ৮১০ বুথে হবে ভোট গ্রহণ
প্রার্থী ও পদ
যেভাবে ভোট দেবেন শিক্ষার্থীরা
ঘরের বাইরে দেয়া যাবে না দাগ
মেট্রো চলাচলে বিশেষ নির্দেশনা
গুজবে কান না দেয়ার আহ্বান নির্বাচন কমিশনের
কোনো ধরনের গুজবে কান না দিয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন। তিনি বলেন, গুজব মারাত্মক ব্যাধি। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, নির্ভয়ে ক্যাম্পাসে এসে যাতে ভোট দিয়ে তাদের নেতৃত্ব ঠিক করে নেন।
এড়িয়ে চলবেন যেসব পথ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে।