ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। শুরুটা আরো দুর্দান্ত হতো যদি সুযোগটা লুফে নিতে পারতেন জাকের আলি অনিক।
তানজিম সাকিবের বলে দুর্দান্ত ছন্দে থাকা অভিষেক ক্যাচ দিয়েছিলেন উইকেটরক্ষক জাকেরকে। কিন্তু বাঁদিকে লাফ দিয়েও ক্যাচটা গ্লাভসে বন্দি করতে পারলেন না টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১২তম অধিনায়ক।
প্রথম তিন ওভারে ১৭ রান তোলা ভারত পাওয়ার প্লে শেষে রান করেছে বিনা উইকেটে ৭২। অর্থাৎ, শেষ তিন ওভারে ৫৫ রান নিয়েছন অভিষেক-গিল।
তবে পাওয়ার প্লে শেষে ঝড় থামান রিশাদ হোসেন।
অভিষেকের তাণ্ডব চললেও অপর প্রান্তের ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখাচ্ছেন রিশাদ। নিজের ফিরতি ওভারে শিবম দুবেকে ২ রানে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের লেগ স্পিনার।
প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ ওভার শেষে ২ উইকেটে ৯১ রান। অভিষেককে সঙ্গ দিচ্ছেন ১ রান করা ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূত্রঃ কালের কণ্ঠ