একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়, সেই জনগণের কণ্ঠস্বর প্রায়ই উপেক্ষিত হয়। তৃণমূল পর্যায়ের মানুষ—কৃষক, শ্রমজীবী, দিনমজুর কিংবা ছোট ব্যবসায়ী—তাদের বাস্তব সমস্যাগুলো যথাযথভাবে নীতিনির্ধারণে প্রতিফলিত হয় না। শহুরে রাজনীতি আর ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যায় গ্রামীণ মানুষের দুঃখ-কষ্ট, বঞ্চনা ও প্রত্যাশা।
“তৃণমূল সংবাদ”-এর লক্ষ্য হচ্ছে সেই উপেক্ষিত মানুষের কথা তুলে ধরা। আমরা বিশ্বাস করি, গণমাধ্যমের প্রকৃত শক্তি তখনই প্রতিষ্ঠিত হয়, যখন তা নিঃস্বার্থভাবে জনগণের কণ্ঠস্বর বহন করে। সমাজের ক্ষুদ্রতম স্তরে যে সত্য জন্ম নেয়, সেটিই বৃহৎ পরিসরে রাষ্ট্র ও সমাজের সঠিক দিক নির্দেশ করে।
আজকের দিনে প্রয়োজন এক নতুন প্রতিশ্রুতি— আমরা সত্য বলব, মানুষের কথা বলব, এবং তৃণমূলের কণ্ঠস্বরকে শক্তিশালী করব। কারণ, জনগণের কণ্ঠস্বরই গণতন্ত্রের আসল ভিত্তি।