ক্রীড়া প্রতিবেদক: এ্যাড. মিঠুন রহমান
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন ঐতিহ্যবাহী চড়িয়া কালীবাড়ি মাঠে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং মোঃ শাহ আলম সরকার, মোঃ রঞ্জু সরকার ও সোহেল রানা’র তত্ত্বাবধানে চড়িয়া কালীবাড়ি একতা যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।
গত ৭ জুলাই ২০২৫, সোমবার হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার পর্দা ওঠে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নেয়—
*এম আর এস ফুটবল একাডেমী (সিরাজগঞ্জ)
*সলঙ্গা ক্রীড়া সংঘ
*সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব (সিরাজগঞ্জ রোড)
*শালিয়াগাড়ি ফুটবল একাদশ (রায়গঞ্জ)
২৯ জুলাই প্রথম সেমিফাইনালে সলঙ্গা ক্রীড়া সংঘ ১-০ গোলে এম আর এস ফুটবল একাডেমীকে হারিয়ে ফাইনালে ওঠে। ৩ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব শালিয়াগাড়ি ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
১০ আগস্ট ২০২৫, রবিবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের মহারণ—ফাইনাল ম্যাচ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি। উত্তেজনাপূর্ণ ম্যাচে সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব (সিরাজগঞ্জ রোড) ৩-০ গোলে সলঙ্গা ক্রীড়া সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচে পায়েল একাই হ্যাটট্রিক করে “ম্যান অফ দ্যা ম্যাচ” নির্বাচিত হন।
খেলাটি পরিচালনা করেন ফিফার তৃণমূল ফুটবল কোচ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সনদপ্রাপ্ত রেফারি মোঃ রেজাউল করিম খোকন। সহকারী রেফারি ছিলেন মোঃ আবু হানিফ ও হাফিজুর রহমান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল সংস্কৃতির প্রসার ও সামাজিক ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন। স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় সফলভাবে প্রতিযোগিতা শেষ হওয়ায় তারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।