তৃণমূলের সংবাদ
চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার সকালে এক সাইকেল আরোহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। মৃতের নাম আবদুল খালেক (৩০)। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়ার মাইলের মাথা আবদুল নবী মাস্টারবাড়ির আবদুল হাদী দুলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রল পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনা ঘটে। আবদুল খালেক ওই এলাকায় মোল্লাপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং কুমিরা ইউনিয়নের একটি ঢেউটিন কারখানায় কাজ করতেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সকাল তিনি সাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার দেলোয়ার হোসেন বলেন, “বাসের ধাক্কার কারণে সাইকেল আরোহী গুরুতর আহত হন। হাসপাতাল নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেছেন।”