তৃণমূলের সংবাদ ডেস্ক:
গাজা যুদ্ধের অবসান ও বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রস্তাব দিয়েছেন। প্রথমে সেটি মেনে নিলেও কিছুক্ষণ পরেই ভিন্ন সুরে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। নেতানিয়াহু শুরু থেকেই এ প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, “আমি কখনো ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেব না এবং গাজার অধিকাংশ এলাকায় ইসরাইলি সেনারা থাকবে।”
প্রস্তাবটি সমর্থন জানিয়েছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কের মতো গুরুত্বপূর্ণ আরব ও মুসলিমপ্রধান দেশগুলো।
ট্রাম্পের শর্ত অনুযায়ী, হামাসকে তিন থেকে চার দিনের মধ্যে জানাতে হবে তারা এ পরিকল্পনায় রাজি কি না। যদি ‘না’ হয়, তবে যুদ্ধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এই প্রস্তাব অনেকটাই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া পরিকল্পনার মতো। তবে সেই সময়ে নেতানিয়াহু মন্ত্রিসভার কট্টর ডানপন্থিদের চাপে নতুন দাবি তোলায় উদ্যোগটি ব্যর্থ হয়েছিল বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।
পর্যবেক্ষকদের মতে, যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমবারের মতো ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে দেখা যাচ্ছে ট্রাম্পকে, যা নেতানিয়াহু সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।