Home » কোকেনসহ চেন্নাই বিমানবন্দরে আটক অভিনেতা বিশাল ভার্মা

কোকেনসহ চেন্নাই বিমানবন্দরে আটক অভিনেতা বিশাল ভার্মা

0 মন্তব্য গুলি 2 জন দেখেছে 1 মিনিট পড়েছেন

তৃণমূলের সংবাদ ডেস্ক:
বলিউডের আলোচিত অভিনেতা বিশাল ভার্মা বিপুল পরিমাণ কোকেনসহ চেন্নাই বিমানবন্দরে আটক হয়েছেন। গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার সময় গোয়েন্দা কর্মকর্তারা তাকে আটক করেন।

কাস্টমস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) যৌথ অভিযানে তার ট্রলিব্যাগ থেকে সাড়ে তিন কেজি কোকেন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪৮ কোটি টাকা।

বিশাল ভার্মা করণ জোহর পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র স্টুডেন্ট অব দ্য ইয়ার-এ বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

তদন্তে জানা গেছে, অভিনেতা কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরেন। কম্বোডিয়ায় একদল অজ্ঞাত ব্যক্তি তাকে ব্যাগটি দেয় এবং চেন্নাইয়ে পৌঁছে নির্দিষ্ট ব্যক্তির হাতে তা তুলে দেওয়ার কথা ছিল। তবে কর্মকর্তাদের দাবি, কোকেনটি শেষ পর্যন্ত মুম্বাই কিংবা দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল।

banner

পরীক্ষায় অভিনেতার ব্যাগের নিচে লুকানো সাদা পাউডার কোকেন বলে নিশ্চিত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে চেন্নাই কাস্টমস ও ডিআরআই।

এই সম্পর্কিত আরো পোস্ট দেখতে পারেন

কমেন্ট লিখুন